লরেন্স অফ অ্যারাবিয়া ,বাংলা সাবটাইটেলসহ।

 



“সবাই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন সমান নয়। যারা রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখে, তারা দিনের বেলা কর্মক্ষেত্রে গিয়ে নিজের স্বপ্নকে অসার জ্ঞান করে। কিন্তু যারা দিনের বেলা স্বপ্ন দেখে, তারা ভয়ানক প্রকৃতির মানুষ! তারা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে এবং সে অনুযায়ী কাজ করে চলে, সফল হয়। যেমনটা আমি করেছি!”- টি. ই. লরেন্স, সেভেন পিলারস অব উইজডম


উপরের কথাগুলো বেশ পরিচিত লাগছে কী? লাগারই কথা, যদি আপনি চোখ কান খোলা রেখে থাকেন। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের এরকমই একটি উক্তি সাম্প্রতিককালে ঘন ঘন দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং মোটিভেশনাল স্পিচেও শোনা যায় অনেক। তবে, এরকমই একটি উক্তি আব্দুল কালামের অনেক আগেই করে গেছেন এক বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ, দুঃসাহসী যোদ্ধা, থমাস এডওয়ার্ড লরেন্স।


এ বিখ্যাত ব্রিটিশ টি.এ. লরেন্স অফ অ্যারাবিয়ার জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র " লরেন্স অফ অ্যারাবিয়া"( আরব বিদ্রোহে অটোমান সাম্রাজ্যে ত্রাস ছড়ানো যোদ্ধা) বাংলা সাবটাইটেল সহ


সার্ভার-১




ভিডিও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Post a Comment

Previous Post Next Post