তারিহীন এফসেনলারি, সালাহউদ্দিন আইয়ুবী পর্ব:২( শেষ পর্ব)

 




ক্রুসেডের ইতিহাসে বীর সালাউদ্দিন আইয়ুবী এক কিংবদন্তি। বীর সালাউদ্দিন আইয়ুবীর কথা শুনেননি এমন মানুষ কমই আছেন। শুধু মুসলিম ইতিহাস নয়, শত্রুর কাছেও তিনি ছিলেন সম্মানিত এক বীর।

সালাহউদ্দীন ক্রুসেডের ইতিহাসে এক বীর সেনানায়ক। তিনি এমন এক বীর মুজাহিদ ছিলেন যিনি কিনা একজন আঞ্চলিক শাসক হয়েও গোটা ইউরোপের বিরুদ্ধে একাই লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। মুক্ত করেছিলেন মুসলমানদের পবিত্র ভুমি জেরুজালেম। আল্লাহ তাআলা সেসকল বীর মুজাহিদদের, যারা এ মহান যুদ্ধে নিজেদের জীবন কে উৎসর্গ করেছিলেন, তাদেরকে জান্নাতে উচু মাকাম দান। আল্লাহ তাআলা যেন, সকল শহীদ ও যুদ্ধে অং নেয়া সকল গাজীকে মাফ করে দেন। আজকের পৃথিবীতে এমন সেনানায়ক ও সেনাবাহিনীর বড়ই অভাব। 











     

Post a Comment

Previous Post Next Post