সারু বাতু সাভচি বে


 সারু বাতু সাভিচি বে উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর বড় ভাই (মেজ) ছিলেন।

জন্মঃ ডোমিনিক, যতদূর জানা যায়১২৫৬ খ্রিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তবে ইতিহাসে সঠিক কোন তথ্য পাওয়া যায় না।

মৃত্যুঃ দামিনিক, ১২৮৭ খ্রিষ্টাব্দে তিনি শাহাদাত বরণ করেন।

কবর: ইনগোল, বুসরা

জাতীয়তাঃ ওর্গুজ তুর্কি

স্ত্রীঃ কুলেক হাতুন (আনা সুলতান)

শিশুঃ সুলায়মান বে, সারুহান বায়হোজা

বাবা-মাঃ আরতগ্রুল গাজী (বাবা), হালিমা সুলতানা (মা)

আত্মীয়স্বজনঃ হাইমে হাতুন (দাদী), সুলেমান শাহ (দাদা), গুন্দুজ (বড় ভাই), ওসমান (ছোট ভাই)
আরতুগ্রুল গাজী এবং তার স্ত্রী হালিমার আসলে কতো জন ছেলে ছিল এটা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। কিছু বর্ননায় তাদের চারজন ছেলের নাম পাওয়া যায়। আবার কিছু বর্ননা পাওয়া যায় তাদের তিনজন ছেলের নাম।

সারু বাতু এবং সাভচি বে এই দুইটি নামের কারণে এই মতপার্থক্য দেখা যায়। কিছু কিছু লেখক বলেছেন সারু বাতু এবং সাভচি বে হলো আলাদা দুই জন। কারণ ছিল তার সমাধিতে দুটি কবর রয়েছে। একটির ফলকে লেখা সারু বাতু আর অন্যটিতে লেখা সাভচি বে।তাই অনেকে মনে করেন আরতুগ্রুল গাজীর ছেলে ছিলো চারজন।

তবে চারজন ছিলো নাকি সারুবাতু সাভচি বে একজনরই নাম ছিলো এ ব্যাপারে ইতিহাসে তেমন কিঠু জানা যায় না। তবে ঐতিহাসিকরা তাদের বিভিন্ন গ্রন্থ, প্রবন্ধ, ম্যাগাজিন, লিফলেট, ডকুমেন্টারিতে সারু বাতু সাভচি একই ব্যক্তির নাম হিসেবে উল্লেখ করেছেন।

সারু বাতু সাভচি বে কুতলু মেলেক হাতুনকে বিয়ে করেছিলেন। ধারণা করা হয় যে, তিনি কোন রাজবংশের শাহজাদী ছিলেন। তিনি বুরসাতে সমাধিস্থ রয়েছেন।

তিনি তৎকালিন সময়ের একজন প্রভাবশালী নারীব্যক্তিত্ব ছিলেন। উসমান বে আমীর হলে সাভচী পুত্র সুলেমান বসতি প্রধান হন।

সাভিচি ও মেলিক হাতুন দম্পতীর দুই ছেলে ছিল।
১.সুলায়মান বে
২.সারুহান বায়হোজা

Post a Comment

Previous Post Next Post